পাথুরে নুনের বুক

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

স্বপ্নীল ফিরোজ
কুমড়ো গাছটি জানে, কীভাবে আঁকড়ে থাকতে হয়, আমি জানি না। আঁকড়হীন জীবনের দুঃখগুলো কোথায় জমা রাখি? বিড়ালের থাবায় পালিয়ে গেল রাত। বুকের \হভেতর জমে আছে পাথুরে নুন। সেখানে কেন ফোটে এত কথার বকুল? আমি যেন মানুষ নই; এক অনন্ত সমুদ্রের ঢেউ, যার কোনো বালিয়াড়ি বুক নেই। শুধু হাহাকার ঝরে পড়ে অসীম শূন্যতায়। তোমার দিগন্তে পা বাড়ালেই উল্কার মতো পুড়ে পুড়ে ছাই হয়ে যাই।