মিসড কল

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

স্বাতী ব্যানার্জী
চমকে উঠি রিংটোনে চমকে উঠি ঘড়ির কাঁটায়। আসবে না তুমি আর বালুকাবেলায় বাতিঘর আর বীর চট্টলায়? তবু ওইসব পথে আমি চমকে পিছন ফিরে তাকাই। কর্ণফুলীতে মাঝির গান নৌকা চড়ে এপার ওপার চমকে উঠি। অবুঝ মনকে বোঝাই শেষে ভালো তা কম বলেই ভালো নইলে তা মিশে যেত অবহেলায়। মিষ্টি স্মৃতির পসরা সব দখিন দুয়ার আনে টানি রোজকার এই নিয়ম ডালায় বাঁধন ছাড়া সুখের পরশ পথ চাওয়া তাই প্রতীক্ষা তাই।