নিলাম

প্রকাশ | ২৩ আগস্ট ২০১৯, ০০:০০

অঞ্জন আচার্য
তোমার পরে হাত রেখেছি বাজি তোমায় নিয়ে সহস্র রাত পার, তুমিই শেষে রাতের গভীরতায়- অজস্র দিন করেছ ছারখার। তোমায় নিয়ে ভুল বানানে চিঠি না-পাওয়া সব ফিরতি যত ডাক, কে বলেছে, বাঁচতে শিখিনি কো? সীমান্তেও গোপন থাকে বাঁক। বৃক্ষ বাঁচে জলের স্পর্শ পেয়ে জলের আছে অনেক রকম নাম, নদীই কেবল একক উৎস নয়; নিলাম ডেকে রেখেছি তার দাম।