দেখা হওয়া কি ভুল ছিল?

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

সাইফুজ্জামান
তোমার সাথে দেখা হওয়া কি এই জীবনে বড় ভুল ছিল? তোমার সাথে কথা বলতে বলতে আমি মানুষের ভাষা বুঝেছি। কোন শব্দ ক্রোধ, কোনটা ভালোবাসা আগে জানতাম না তুমি চিনিয়ে দিয়েছো সব এখনো কত শব্দ আমার অপরিচিত রয়ে গেছে। কথা বলা একটা শিল্প, সবাই কথা বলতে জানে না শব্দের পর শব্দ জুড়ে মুগ্ধ বাক্য সৃষ্টি করতে পারে না এক মুগ্ধতা কেটে গেল আমার সারা জীবন আসন্ন বিশেষ দিনে আমি কিছু পাঠাবো না তা কি হয়? তুমি অনুমতি দিলে ডাকহরকরার হাতে পৌঁছে যাবে আমার সামান্য উপহার, তোমার সাথে দেখা হওয়া কি ভুল ছিল এই হিসাব করতে করতে আমার দিন চলে যায় আমি তোমাকে ভালোবেসে পড়ে আছি নষ্ট জলে, তোমার স্পর্শে ও জাদুমন্ত্রে আমার উদ্ধার!