জলদ্রব সন্ধ্যার আমি

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

জে এম আজাদ
আমার ঘুম-মগজের মন্দিরায় জলের তান আমি জলের ঢেউপথে এগোতে এগোতে চোখ পড়ে যায় তোমার ভূভাগে। চোখ দুটো তোমার কি যে গভীর সমুদ্র! কি যেন ভীষণ নির্মল নদীতীর! উপরের শূন্যাকাশে যার একটা গাঙচিলও ওড়েনি কখনো ছিটকে পড়েনি কখনো কোনো মেঘপালক। চেয়েছিলাম, এমন লাবণ্য আঁক জলদীঘিটায় বিকেলগুলো আমার গলে গলে সন্ধ্যা হোক সন্ধ্যাও আলোর বর্ণালীতে সেজে হয়ে উঠুক শ্বেতপাথরের জমিন। পাথর পথে হেঁটে হেঁটে শেষতক আমি যেন জলদ্রব সন্ধ্যারই থাকি...।