ভুলে গেছি আসল শিকড়

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
হাসান নাজমুল আমাদের ভেতর নিজস্ব ইচ্ছেগুলো যেন আজ নিষ্ক্রিয় শকট! আকাঙ্ক্ষাগুলো ছেড়ে দিছি মনের অজান্তে, সমস্ত আবেগ নিয়ন্ত্রণহীন, ভুলে গেছি আসল শিকড়, সমস্ত সঞ্চিত সামর্থ্যই- কেবলি চলছে পথহারা পথে; যেন আমরা নেই আমাদের ভেতর, শক্তিগুলোও ভবঘুরে আজ, কাছে আনার অল্প প্রয়াসও নেই ক্রমশ ফুরোয় জীবন অথচ আমরা নেই আমাদের মাঝে।