গন্তব্য মেলে না

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রবীন্দ্রনাথ অধিকারী বস্তুতন্ত্র আর চিন্তার বিশৃঙ্খলার বিরুদ্ধে নানা গ্রন্থের জাল ছিন্ন করে নিঃসঙ্গ সুন্দর ঘন-গভীর অরণ্যের মতো ছুটে চলি গন্তব্যে কিন্তু গন্তব্য মেলে না! দৃষ্টি সংকীর্ণতার শিল্প দৃষ্টি নয় সামগ্রিকরূপের নান্দনিকতার ভাষাবোধে চেতন স্রোতের উচ্চতায় শিল্পের সন্ধানে খুঁজি বিকল্প ধারা কিন্তু গন্তব্য মেলে না! ইতিহাসের দ্বন্দ্বজাত স্বতন্ত্র পথ ধরে কাব্য রীতি নীরবে নিভৃতে ছোটে সময়ের স্রোতে নীল স্বপ্নের ধুলোয় ভরা পরাবাস্তব ছিন্নতা আমাকে ভিন্নতা দেয় বালি হাঁস প্রদু্যম্ন আকাশ আমি আকাশের স্পর্ধা স্পর্শ করে ভেসে চলি যাত্রীহীন নৌকার মতো কিন্তু গন্তব্য মেলে না! তাহলে কি আমাকে যেতে হবে গন্তব্যহীন অন্তঃপুর থেকে অনন্তপুরে, যেখানে জমে আছে পাখির বাসার মতো ভালোবাসা উজ্জ্বল সূর্যের প্রত্যাশা।