অভিবাসী ভালোবাসা

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আমিনুল ইসলাম কালো কী-বোর্ডে শাদা বিশ্বাসের আঙুল রেখে একদিন লিখেছিলাম' 'আমি ফি দিতে পারি বা না পারি, হে মিষ্টিভাষী ফোন, বন্ধ করো না থেরাপি, ভালোবাসার সেবাই তোমার ধর্ম হউক! '' তুমিও ধারণ করেছিলে সেই মেঘছোঁয়া উ"চারণ প্রায়ই শুনতাম তোমার উ"ছ্বসিত কণ্ঠ আর প্রতিবারই ফিরে আসতো-- মটরীবুবুর কোরান তেলওয়াত শুনতে অভ্যস্ত হয়ে ওঠা আমার সরল বাল্যকাল। সেটা এই তো সেদিন যা এখনও যায়নি রিসাইকেল বিনের বাড়ি, যাকে ছোঁয়া যায় আজো এতটুকু বাড়িয়ে টাটকা স্মৃতির মাউস ! এরই মধ্যে কী এমন ঘটেছে সোনার রেণুর ঢেউশাসিত দুনিয়ায় যে আমার রিংটোন বেজে ওঠে না সেই সুরেলা উচ্চারণে ? ওবামার স্থানে ট্রাম্প, এর বেশি তো নয়! হে উদ্ভাসিতা, তবে কি প্ররোচিত তুমি ঘর থেকে বিদায় দিতে চাও ভালোবাসাকে-- যেভাবে বের করে দি"েছ ট্রাম্প আমেরিকাকে গড়ে তোলা আমেরিকা-প্রেমি অভিবাসীদের ?