বাইশ বছর পর

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আনোয়ার কামাল বাইশ বছর পর একদিন দেখা হলে বলেছিলে- ভালো আছি কিনা? আমি কি বলবো- ধূসর স্মৃতির ঝাপসা চোখে কিছুই বলতে পারিনি আহা! বাইশ বছর! জীবনের বাইশটি বসন্ত কীভাবে কোন অবহেলায় প্রেমহীন কেটেছে- বাইশ বছর পর জীবনের নতুন অবগাহন বাইশ বছর পর জীবনের নতুন জাগরণ বাইশ বছর পর জীবনের বাইশটি বসন্ত বাইশ বছর পর জীবনের নতুন স্পন্দন শুধু একপলক দেখবার সাধ জেগেছিল বুঝি? শুধু একপলক জানবার সাধ জেগেছিল বুঝি? কেমন আছি!