এই সব দুঃখ জ্বালা

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রোকেয়া ইউসুফ আলু বাজারের ফালু-মরদ বেজায় চালু চাইলে ঢালে কাংকর হালায় নুনে মিছায় বালু আমলি গোলার পোলা ইমুন আলা-ভোলা ডিচকু জুতা, ডিচকু পেন, চাক্কু পিস্তল খোলা আগামাছির চাচি মৌরবার পারলেই বাঁচি সাত পোলারে বানায়া সব নুনে-ফেনে আছি সদরঘাটের হোদর বুড়িগঙ্গার উদর ভইরা দিতে জঞ্জানে করলনা কেউ ওজর আমরা হালায় বেগার মানু চক্ষু থাকতে কানা ভালর মোখে মাইরা চুবি মন্দেরে দেউ পানা হায়রে মরার কানা চক্ষু কবে অইব ভালা বুরার হোগায় মাইরা লাত্তি জুড়াইব দুঃখ জ্বালা?