দ্বি-ধারা

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মিতা সালেহ উদদীন একদিকে পৃথিবীর জলাশয় সৌন্দর্য অপরূপ ঘাস-পানি-বরফের কাছে টেনে নিয়ে যায়। সুদূর সমুদ্র -পাহাড়-কুয়াশা নীলাভ চাদর বিছিয়ে রেখেছে। রংধনু আকাশ হাতছানি দিয়ে কতবার ডেকে গেছে। এখনো জেনে আশ্চর্য হই পৃথিবীর নৈসর্গিক জনশূন্য ফুজি দ্বীপ মানব বসতির স্পর্শ খোঁজে। অন্যদিকে পৃথিবীর বিষফোঁড়া মুখ বন্যপ্রাণীর মতো উন্মাদ ছুটে চলা জনসংখ্যা প্রবল স্রোত। রাজনৈতিক প্রভাবশালীদের হাতে সংখ্যালঘু জিম্মি নিজভূমে নাগরিক পরিচয়হীন। মৌলিক অধিকার স্বপ্নের লাড্ডু সুউচ্চ সীমানাপ্রাচীর বেয়ে উঠে যাচ্ছে অভিবাসী পিপীলিকা দল।