স্মৃতিঘর

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শাহনাজ পারভীন আমাদেরও ছিল গল্পকথার উঠোন বিলিকেটে যেত সকাল সন্ধ্যা বেলা আজ অকারণে স্মৃতিঘর খোঁজে মন শুধু স্বপ্নেই চলে বাঘবন্দি খেলা! শালপাতা পেতে চড়ুইভাতির দিন জারুল বনে কত ভাব কত আড়ি! অতীতের কাছে জমা আছে সব ঋণ বলেছিল কেউ তোকে মিষ্টি লাগছে ভারি। পুরনো ঠোঙায় মুড়ে ফেলা এ জীবন শুধ রং মেখে সাদা খাতার পৃষ্ঠা ভরা সোনালি অতীতে ফিরে দেখা অনুক্ষণ আজও ঘুমের ভেতর হাতছানি দেয় কারা! ছিল করমচা রোদ কপোলজুড়ে ইচ্ছে বৃষ্টি মন পলাশ ভিজেছে শিমুল ভিজেছে ভিজেছিল কেয়াবন। সেদিনও জোনাকি আলো জ্বেলেছিল ভয় ছিল ভীরু বুকে তবু চোখে চোখ রেখে, হয়নি বলা ভালোবাসি খুব তোকে।