ইচ্ছেগুলো

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
জাহানারা জানি আমার ইচ্ছেগুলি ঝরে পাপড়ির মতো সারাক্ষণ মেঘলা অভিমানে গন্ধ হারায় বৃষ্টিতে ভিজে ভিজে \হকোনো এক জংলি ফুলের মতো কখনোবা মন উড়াল পাখির মতো স্বপ্ন ডানায় ছুঁয়ে আসে রোমিও জুলিয়েট অথবা লাইলি মজনুর দেশ। তারপর ইচ্ছেরা ঢালে শ্রদ্ধাঞ্জলি অমর প্রেমের বুকে। প্রেম এমনি হয়, অবাধ প্রকৃতির মতো, হয়তোবা আমার হয়তোবা তোমার ইচ্ছেগুলো থেকে যায় এভাবেই অনন্তকাল বর্ণালি প্রজাপতির মতো প্রকৃতির সবুজ ডানায়।