কাশের ময়ূর ছুঁয়েছে বুক

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

শাহীন মাহমুদ
নীলিমার প্রান্ত ছুঁয়ে মালার মত উড়ে যায় পাখিরা সাদা মেঘ আঁচড়ে পড়ে আমার বারান্দায় আহা শেফালীর গন্ধভরা মিষ্টি হাওয়া রুপালি রাত ডাকে শারদ গ্রীবা, শারদ ঠোঁট, শারদ অধর আহা শারদের তারাভরা রাত। কাশের ময়ূর ছুঁয়েছে চিবুক থরথর কাঁপছে এ বুক ঠোঁটের নদী-মুখামুখি চখাচখি বালিহাঁস, খঞ্জনা আদরে গলাগলি পাথরে পাথরে আজ লুটবে প্রেম। আজ শুক্লা পঞ্চমী পরী তুমি নেমে এসো আকাশ থেকে মেঘের ভেলায় চড়ে নেমে এসো প্রিয়তমা শরতের জোছনায় হবে আজ মধুর মিলন ভালোবাসা ছাড়া অচল সিকি আমি আমাকে দাও পুষ্পিত চুম্বন এই ছাতিম তলায় ওম দিয়ে ফোটাতে চাই ঊনপঞ্চাশটি রাজহাঁস।