এখানে এলে

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

মাহবুবা ফারুক
দশ নম্বরে এসে দাঁড়াবে ছায়ামাখা ঠিক এই খানটায় দেখবে গাছের পাতা ডেকে কথা বলে লেকের পানিতে মৃদু ঢেউ কেঁপে ওঠে বলবে বাতাস, থামো। একটু জিড়োও। \হদুপুর তেতেছে সূর্য হোক না আগুন \হতোমার মনের সব কষ্ট কেড়ে নেবে তোমাকে একটু দেবে চোখের আনন্দ অতীত ভুলিয়ে মুঠো ভরে দেবে স্মৃতি মাটির মমতা দেবে মায়ের আঁচলে বেধে রাখা শৈশবের ঘৃাণ, পাখিদের কাকলী ভুলিয়ে দেবে \হসকাল বিকেল সব পিছুটান সব দায় দূরে ফেলে তুমি এখানেই রয়ে যাবে কারণ এখানে পৃথিবীর সব ভালোবাসা মিশে আছে।