ঊনিশ বছর হলো

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

শাহরিয়ার সোহেল
তখন আমার পঁচিশ, তোমার তখন তেইশ লেগেছে অনেক আগেই অষ্টাদশীর ঢেউ বেকার ছেলের হাতে মেয়ে দেয় না কেউ তুমি খুব জেদি, কোমল আবার রাগি আসলে আমার ঘরে, সকলকে পর করে হারিয়ে যেতাম সকাল-বিকাল, দুপুর-সন্ধ্যা-রাত এক হয়ে রয় দুজনের দুটি হাত কোথায় কোথায় হারিয়ে যেতাম, ঝাউবনে-কাশবনে উঠত সফেদ চাঁদ, আমার চাতক মনে আসলো দুটি তারা, ভালোবাসার চারা মুছে দিল আঁধার ঘরের কালো ওদের পেয়ে জীবন হলো পবিত্রময় আলো চলছে জীবন চলছে যাপন, ঊনিশ বছর হলো নীরব আশায় সুখের বাসায়, নদীতে ঢেউ তোলো...