তার উদাসী নীরবতায়

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

জে এম আজাদ
রাত ভেদ করে বসে আছি একা মনের দহলিজে, একটা রাতপাখি তার উদাসী নীরবতা আমায় ক্রমাগত ডাকে। তাকে পূর্ণ করতে গিয়ে নিঃস্ব হতে হতে আমি ফুরিয়ে ফেলেছি ঘরের ফসল, এই অবান্তর যাত্রার কোনো মানে নেই জানি তবু এই বুক-চাঁদ থেকে জ্যোৎস্না ঢেলে দেই। তার উদাসী নীরবতায় রাত আমার আরও গাঢ় হয় হোক, এই রাত বিলাসের জ্যোৎস্না ও জোয়ারে আরও বেশি খুলে যাক এই বুকের বিতান।