মেঘবালিকা ক্ষমা করো

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

আতিক আজিজ
অন্ধকারে হাতড়ে হাতড়ে সূর্যের কাছে যাই এই রকম নির্দেশ ছিল কি মেঘবালিকা কোনটা প্রসাধন করবে আমার নাকি সূর্যের ছাই তাই কি তোমার টবের জবা করছে পড়াশোনা অন্ধকারে হাতড়ে যেতে হাতে ঠেকলো প্রাণ এটা তো নির্দেশ ছিল না এসব ছেড়ে যাবো মেঘবালিকারা পায়ের আলতা সূর্য থেকে নেবে প্রাণ ছুড়ে তাই অন্ধকারে গাই সাবিত্রীমন্ত্র মন্ত্র ভুলি হাতে ঠেকতেই কাঁচামাটিয়ার ধান।