বৃষ্টিধোয়া শরৎ রানী

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

আদ্যনাথ ঘোষ
তোমারই নীল পাড় সাদা রং শাড়ির আঁচলে তুলোরাশি মেঘগুলো মেতে ওঠে বিচূর্ণ খেলায় ডানামেলে উড়ে যায় আকাশের গায়- দিয়ে যায় আলোর ঝলক উদাসী বাতাস পাখিদের মুখরিত ক্যানভাস। ঠ্যাং তুলে নেচে ওঠে ফড়িং, শালিক, কাঠবিড়ালী, প্রজাপতি কিংবা স্নিগ্ধ সকাল, শিউলি ফোটা রাত, বালুচর ও মেঠোপথের দুরন্ত ধূলি। সুখের উৎসবে খেলে যায় কাশফুল, নদীজল, জোছনার মায়া উন্মাদ নীল পাখনায়। কখনও কি ভেবেছিলে হেমন্তের শিশির এসে মুছে দিয়ে চলে যাবে তোমার নির্মল আকাশ। এখনও স্বপ্নের আরশিতে বৃষ্টিধোয়া শরৎ রানীর বেশে হেসেখেলে সেজেগুজে নদীর জলে সুর তুলে ঢেলে যাও আলোর ঝলক।