ক্লান্ত স্বপ্নেরা

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

গাজী আবু হানিফ
ক্লান্ত স্বপ্নেরা শিশিরের মতো সামান্য রোদেই হারিয়ে যায় বাতাসের ভেতর; কত না হাহাকার শূন্যতায় নীরব অভিমানে সে হয় অদৃশ্য অস্পৃশ্য ঠিক ধোঁয়ার মতো। সবার জীবনেই মনের মাঝে কত না স্বপ্নের বীজে চারা জন্মায় বড় হতে থাকে; কারু স্বপ্নে ফুল ফোটে কারও ঝরে পড়ে কারও ফুলে ফল হয়, কারও ঝরে পড়ে। এই তো স্বপ্নের খেলা তবুও স্বপ্নের মাঝেই বেঁচে থাকি আমরা। আমাদের বাঁচতে হয় সেরূপ। স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নের মাঝে হয়ে যাই বিলীন স্বপ্নলোক হয়ে যায় অন্ধলোক।