ঝরাপাতার অভিলাষ

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

নুশরাত রুমু
আমাদের সেই সময় আজ সমুদ্রে বিলীন, যে স্বপ্ন বুনেছিলে রংধনুর রঙে তাও আজ সমুদ্রগর্ভে। কালের সাক্ষী কেবল নীলাকাশ তোমার কষ্টগুলো তারা হয়ে জ্বলছে নিরন্তর। মেঘলা আলোর উসকানিতে অবদমিত আবেগ উগরে আসে। ভেজা কাকের আর্তনাদে নষ্টস্মৃতি নড়ে ওঠে বুকের ভেতর। বর্তমান থেমে গেছে ভবিষ্যতের ভাঙা সাঁকোয় দাঁড়িয়ে---। বাতাস কুমন্ত্রণা দেয় মেঘকে নিষেধের দেয়াল ভাঙার অভিলাষে। ঝরাপাতার শব্দে ঝরে পড়ে আকাঙ্ক্ষার সপ্তসুর।