গবেষণা

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

কাদের পলাশ
এ ঢাল ও ঢাল ঘুরে একটা খড়কুটোর ঘরে খুঁজে পেয়েছি যেখানে আমি এক অনাথ উদ্বাস্তু। কতটা পথ ঘুরে ঘুরে জীবন দেখেছি তারপর হিসেব মেলাতে গিয়ে দেখি সাদা কাগজ ভরে উঠেছে পৃষ্ঠার পর পৃষ্ঠা চূড়ান্ত বিবরণীতে অসংখ্য রক্তরাঙা দাগ! সেদিন ঢামেকে আমার সিদ্ধান্ত জানাই, অবশ্য প্রস্তাবে কর্তৃপক্ষ হতভম্ব! হৃদপিন্ড দিতে চাই, গবেষণা হোক, কতটা দুঃখের চাষ হয়েছে এ বুকে!