কেলস্না ও সম্রাট

প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গোলাম কিবরিয়া পিনু এত কেলস্না! এতগুলো ঘোড়া- কীভাবে থাকল এতদিন? তারা তো মইয়ের সাহায্যে দেওয়াল টপকে - সেখানে যায়নি! ঘোড়াকে কে দানা-পানি দিল! সেসব ঘোড়ায় চড়ে কোন্‌ সম্রাটেরা একেকটি কেলস্না থেকে বেরিয়ে পড়ল, ছুটতে লাগল দিগ্বিদিক- জ্ঞানশূন্য! শূন্য থাকল না ঘোড়ায় উঠানো বস্তা! দস্তা নয়- সোনা জহরত ভরে তুললো। ক্রমান্বয়ে কেলস্নার ছাউনি থেকে কোথায় না তারা দুর্গ তৈরি করলো? যে নদীটি প্রবাহিত- তার জলও দখল করেছে!