শরৎ পুরাণ

প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রহমান মুজিব পথে ফুটে আমার প্রতিদিন আর আমি দু'হাতে চেপে রাখি প্রতীক্ষার আগুন উজালা দিন শেষ, হারিয়ে যায় ভিনদেশী পাখির তাসের ঘর, ভেঙ্গে পড়ে রোদের তাঁবু শরৎ আমি-ঝরা শিউলির খামে আসে আমার বিরহলিপি চোখের কাদাজলে ধরে রাখি কৃষকের বোবা মাঠ আমার পাখিমন জ্যোৎস্নাধূলিতে ভেসে আসা নিমতলির কলগার্ল চাঁদ, তোমায় চায়-নদীজলে ঝিলিক মারা সোনার কয়েন যদিও অশ্রম্নসিক্ত শরৎ, তোমার মতো অধরা