খোঁজাই তোমার নিয়তি

প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আরিফ মঈনুদ্দীন তুমি তাকে খুঁজছো-খোঁজাই তোমার নিয়তি খুঁজেই সব পেতে হয়-না খুঁজলে নাই-নিঃস্ব তুমি এই দৈন্যতা সবাই ঘুচাতে চায়, ধনী হতে তথাকথিত ধন লাগে না-সেই নির্ধনরাই ধনী যে যা চায়-তা যদি সে পায় তাকে তুমি খুঁজছো আকাশের দিকে তাকাও তাকে তুমি খুঁজছো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের কাছে যাও তাকে তুমি খুঁজছো সাগরের কাছে যাও হাত দিয়ে ছুঁয়ে দাও সাগরের জল- এত কাছে তুমি আর কাকে পাবে স্রষ্টার বড়ত্ব দেখার এই সুযোগ, বড়ত্ব ছুঁয়ে দেওয়ার এই অনুভূতি তুমি আর কোথাও পাবে না যখনই তুমি তার দেখা পাবে- মুহূর্তেই তোমার দৈন্যতা ঘুচে যাবে। কে বলেছে তুমি নিঃস্ব-তুমিই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী আরেকটু এগিয়ে তুমি নিজের কাছে এসো তাকে আর খুঁজতে হবে না- নিজের ভেতর পরিভ্রমণ করলেই দেখা পাবে তার বিদায় নিবে চিরদিনের দারিদ্র্য তোমার।