আমাকে শিশু বানিয়ে দাও

প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
হাসনাইন সাজ্জাদী আমি এখন অনেক বড় হয়ে গেছি বড় হয়ে গেছে আমার অপরাদসমূহ আমার অপরাধ পাহাড় পর্বত অতিক্রান্ত হিমালয়ের চূড়া এখন ছুঁতে পারে না তাকে প্রকৃতির আলো-বাতাস পরিবেশ, প্রতিবেশ ফলফলাদি শস্যলতা প্রাণ-অপ্রাণ সবই বিনষ্ট করেছি আমি অপরাধ দিয়ে। আমি মায়ের সমতুল্য স্বদেশকে করেছি অপদস্ত পিতৃতুল্য পতাকা হৃদয় পোড়া লাল রং নারী পুরুষ স্ত্রী কন্যা ভ্রাতা ভগ্নি সবার প্রতি অনাচার করেছি অপরাধী আমি প্রীতি-সম্প্রীতি ভেঙেছি আমি সাম্প্রদায়িক সময় অত্যাচার অনাচার আর বঞ্চনা ছাড়া আমার থেকে কম কিছু হয়নি সংগঠিত। আমাকে বিশুদ্ধ করে দাও আমাকে ক্ষমা করে দাও শিশুর মত বানিয়ে দাও আমাকে- আমি যেন বঞ্চিতদের বঞ্চনা দূর করতে পারি আমি যেন পরিবেশ প্রতিবেশের রক্ষক হতে পারি আমি যেন নারী ও শিশুবান্ধব হতে পারি আমাকে এমন নিষ্পাপ প্রাণ করে দাও প্রকৃতি।