আশালতা

প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শাহীন রেজা ডাইনিং টেবিল থেকে কিচেন, কী দারুণ ব্যস্ততা; ছোটাছুটি। ঘর্মাক্ত মুখ মুছে এরই মাঝে আত্মজার পিছু। আহা আশালতা, কবির কবিতা থেকে উঠে এসে কী আশ্চর্য পবিত্র আপনি আটপৌর বেশে। কবির রমণী বুঝি এরকমই, কখনো মাতৃরূপ, কখনো স্ত্রী কখনো বন্ধু আবার কখনো প্রণয়ী। আপনি জুলেখা নারী, আফ্রোদিতি-জুলিয়েট অথবা কৃষ্ণের রাধা কিংবা নীরা; সুনীলের। বনলতা ছিল এক নাটোরের বিদিশার দিশা তার জলে পাখিডুব, কবিতার অথৈ ভাসান। জীবন-আনন্দ নয়, তবু সেই জলে ভিজে আপনার ডাহুকীর খেলা। কবির আকাশ জুড়ে আপনিতো আশ্বিনের চাঁদ আশ্চর্য মোহন এক মায়াবতী লতা। আশালতা, আশালতা