জনমদায়িনী মা

প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রোকেয়া ইউসুফ সুখের জীবন করছ যাপন মা আছে যার ঘরে, মায়ের অভাব বুঝবে তখন মা হারাবার পরে। বিলিয়ে দিয়ে নিজের জীবন সন্তানেরে মা লালন-পালন করতে কিছু ত্রম্নটি রাখেন না। আহার নিদ্রা সকল ভুলে জনমদায়িনী করেছে তোমার প্রতি পালন- ভেবে দেখেনি সেই সে মায়ের আঁচল ধরে টানে যেদিন যম কোন বিচারে পাঠাও তারে দূর বৃদ্ধাশ্রম? মায়েরে করে অবহেলা তুমি সু-সন্তান! থাকবে সুখে, শান্তি পাবে, হবে সুমহান? অলীক স্বপ্নে বিভোর তুমি, সামনে মরীচিকা মাকে দেয়া একটি আঘাত কোটি অগ্নিশিখা হা-হা করে আসবে সেদিন প্রতিশোধের বেশে যেদিন তোমার রথের চাকা থামবে পথের শেষে।