তবু মনে রেখো

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

বাবুল আনোয়ার
এই শহরে আছ তুমি এই শহরেই থাক পাঁজর ভাঙা স্মৃতিগুলো গোপন করে রাখ এই শহরে আছ তুমি এই শহরেই বাস তোমার ভুলের তমস ঝড়ে আমার সর্বনাশ। এই শহরে বৃষ্টি নামে সন্ধ্যা কালো বেলা শহরটাতো আটকে রাখে তোমার অবহেলা এই শহরে উড়ে না আর সাদা পাখির দল তেপান্তরে খুঁজে ফিরে হাঁটু ভাঙা জল। ভুলে গেছ বড়ভিটা, ধবল জলের নদী ভোরের হাওয়ায় ঢেউ জাগানো স্বপ্ন নিরবধি মনে তোমার কালচে ধরা নানা রঙের দাগ খুব সহজে বিনাশ হলো মাটির অনুরাগ। এই শহরের নষ্ট হাওয়ায় কষ্ট শুধু বাড়ে খুব বুঝেছি মাতমহারা ঋদ্ধ হাড়ে হাড়ে। দুঃখগুলো তুলে রাখি কষ্টগুলো ভুলে- স্বপ্নগুলো গুমরে মরে তোমার উড়াল চুলে। এই শহরে ভালো থাকুক তোমার সকল জয় তবু মনে রেখ কষ্ট করে আমার পরাজয়।