মৃতু্য যেন পরমা সুন্দরী এক বোন

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

রবীন্দ্রনাথ অধিকারী
মৃতু্যরও মৃতু্য আছে মৃতু্য চিরসত্য, তবে অমর নয় সে-ই মৃতু্যঞ্জয়, সে-ই অবিনাশ মানুষের মনের মন্দিরে নিত্য যার আসন পাতা মানুষের হৃদয়ের গভীরে যার বাস বিরাটত্বের বেদি থেকে মৃতু্য যখন নেমে এসে হাত রাখে কাঁধে তখন মনে হয়- প্রথম লেখা কবিতার মতো শ্রীহীন মুছে যাবে অক্ষয়া তৃতীয়ার চাঁদ জীবনের জলে বিষকন্যা বিছিয়ে দেবে বিষল্যা করলীর পাতা অমোঘ সত্যের বিছানা বিছিয়ে শুয়ে তবে আমিও হবো মৃতু্যহীন মৃতু্যর পরে অপূর্ব মৃতু্যর কান্ডারি যার নাম শোক, শোকের ফুলঝুড়ি মৃতু্য যেন পরমা সুন্দরী এক বোন।