নিঃশব্দ আততায়ী

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

হাফিজ উদ্দীন আহমদ
নিজের ইচ্ছায় কে কবে গেছে লাশকাটা ঘরে? শুয়েছে সে ঘরে রাখা শীতল লোহার টেবিলে? ডোমের ধারালো চাকুর নিচে কে চায় অকাতরে নিজের বুক নিপুণ কাঠ চেরার মতো ফাড়িয়ে একটানে বিকট হা করাতে? না চাইলেও আমাদের কেউ কেউ বাধ্য হয় নির্জন ভয়াবহ সেই ঘরে যেতে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি আর প্রতিটি অস্বাভাবিক কারণে মৃত লোক কেউ যে যাবেনা বাদ বুক চেরা থেকে বৃক্ষের বেলা শুধু কিছু স্বীকৃত অনিয়ম আছে, স্বাভাবিক মৃতু্য হলেও বুক-উদর ফালা ফালা করে তাকে সব জীবিত অবস্থাতেই করাত চালায় যে গায়ে তারপর করা হয় হায় উৎসব কি গভীর নিষ্ঠুরতায় যেমন বিবেক চিরে কতিপয় মনের কার্নিশে বসে ছদ্মবেশে টুকরো করে কাটে প্রেমিকের হৃদয়।