অস্পষ্ট চিলেকোঠায়

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

রেবেকা ইসলাম
সবকিছু কেমন যেন অস্পষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন একটু একটু করে, ওই যে দিগন্তকে ছুঁয়ে থাকা পরিশীলিত আকাশ মেঘেদের চুলবুলি অতঃপর নষ্টামি, হয়ে যাচ্ছে অচেনা দিন দিন, আনমনা বৃক্ষের রসিক পাতাগুলো ব্যালকনির রোদলালসায় ঝলসে যাওয়া শুকানো খরখরে ঝুলন্ত কাপড়, শাড়ির আঁচলে নেমে আসা সন্ধ্যা নেই আগের মতো, স্পষ্টতার কুলীন পাহাড়ে নেমেছে ধস হচ্ছে ধোঁয়া ধোঁয়া ধূসর দিন দিন... অচেনা হয়ে যাচ্ছি আমিও, আমার আমিত্বের এলোমেলো ভাবনা স্মৃতির রেলপথে চলে যাওয়া ট্রেনের মতো প্রতিদিন একটু একটু করে।