স্মৃতির পাখিরা

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

মনিরুল আলম
কারও কারও সঙ্গে এ জীবনে আর কোথাও কখনো দেখা হবে না হতে পারে তিনি কোনো বন্ধু বা প্রিয়জন সময় তো কারও আবেগ মেপে পথ চলে না। জীবনে শ্রাবণ সন্ধ্যা আসে চৈতালি চাঁদিনী রাতে আসে আসে না হায় হারিয়ে যাওয়া প্রিয়জন আসে না হায় অচিন দেশে যাওয়া বন্ধুজন। অনেকের সঙ্গে এ জীবনে শেষ দেখা হয়ে গেছে যতই কষ্টে বুক ভেঙে যাক স্মৃতির পাখিরা দূরে ভেসে যাক সময় চলে যায় বলাকা পাখায় হারিয়ে যাওয়া প্রিয় ফেরে না হায় হারানো বকুলের গন্ধ কি আর ফিরে পাওয়া যায় দু'চোখের অশ্রম্নধারায় স্মৃতির বাঁধ শুধু ভেঙে ভেসে যায়।