অ্যারাবিয়ান কফি শপ

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

জহুরুল ইসলাম
সমস্ত শহর খুঁজে এলাম এবার- কোথাও রাখিনি বাদ গলি- তেমাথা- চৌমাথা- রাস্তার ওধারে। এখানে- পাঁচ মাথার বই বাজারের বাঁ পাশের গলি- এই তো পেয়েছি সে অ্যারাবিয়ান কফি শপ। জালের সুতার মতো এখানে এত মাথার কত জড়াজড়ি যেন সম্পর্কের কেন্দ্রশালা। কফির গরম জলে হেমন্তের মাঠ হেসে ওঠে, সোনালি রোদ্দুর শুয়ে পড়ে দেহের গোপন ভাঁজে; স্বপ্নের তুমুল আলোড়ন। সময় কাটুক- অ্যারাবিয়ান কফিশপের সোনালি রোদ্দুরে পুদিনা পাতার ঘ্রাণে।