বেদনদু্যতি

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

স্বপ্নীল ফিরোজ
ঢেউজলে ভাসা মানুষ পাখির মতো পুষে রাখে অব্যয় মানচিত্রে। ফুলেরা যখন গুনগুনিয়ে গান গায় মনের অশোকবনে, পোষা ঢেউরেখা কেন বেহালা হয়ে বাজে? তবে কি গান জলের মতো ভাসায় ডুবায়? সব প্রশ্নের উত্তর বেদনদু্যতি হয়ে ছড়িয়ে আছে তারাভরা রাতে। সূর্যের মূর্ছনায় মুদ্রাবোধের ঢেউরেখা গুটি কেটে শূন্যতায় পাখা মেলে একটি রঙিন প্রজাপতি। আমার হৃদয় মধুভরা মৌচাক হয়ে ঝুলে থাকে পাঁজরের হাড়ে। হাওড়ের সব পানি নেমে গেলে বোরোধান চাষের মতো করিমের একখানা মহাজনি গান যদি আবার গাও তুমি আমার জন্য, কথা দিলাম, তোমার দুঃখ হয়ে বেঁচে থাকব হৃদয়মাঝারে।