প্রেমপর্ব ৯৬

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সমীর আহমেদ মাঝে মাঝে বুকের ভেতর শিস দিয়ে উড়ে যায় দুপুরের দোয়েল। দেখি, আমার মগ্নতা ছুঁয়ে বিকালের ছায়ার মতো আজও দাঁড়িয়ে তুমি স্মৃতির উঠোনে। স্বপ্নের জোনাকিরা উড়ে গেছে অন্ধকার পথে; তবু বাতাসের খামে পাঠিয়েছ সবুজ সংকেত - চলো হাত ধরে পাশাপাশি হাঁটি। অবাধ কামনা যেখানে থমকে দাঁড়ায় সব মুগ্ধতা ছুঁয়ে তার পাশ দিয়ে অন্ধকারে বয়ে গেছে সুখের নদী। চলো, জলের গভীরে ডুব দেই। হয়তো তলদেশে পৌঁছে যাওয়ার অনেক আগেই বেজে উঠবে বিরহের সাইরেন। তবু এসো, একদিন মুখোমুখি বসি। গভীর শূন্যতা দিয়ে বেহাল বেহালায় তুলি মোহময় মধুর সঙ্গীত।