প্রেরণার আধার

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রেজাউল রেজা তার অবাধ্য ঘনকালো চুলের গন্ধে হারিয়ে যাই কথা বলি প্রেয়সীর নীল নয়নে নয়ন রেখে। ফেলে আসা দুরন্ত কৈশোরের মতো ছুটে বেড়াই তার হাত ধরে। ডিঙি নৌকোয় চড়ে মহাসাগর পাড়ি দেই, চলে যাই এ ধরার শেষ প্রান্তে। চান্দের দেশ ঘুরে আসি সহসাই তার মায়াবী অবয়বের পানে চেয়ে পাহাড়ের চূড়ায় উঠি, লাল সবুজের নিশান উড়াই সেখানে। সে শুধু সঙ্গিনী নয়, সে আমার প্রাণ--সে শক্তি আমার। সে লক্ষ্ণী নারী---প্রেরণার আধার।