নন্দিত নরকে

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রওশন মতিন শান্তজলে ঝিলিক মিলিক রোদের খেলা, মুগ্ধ তোমার হরিণ চপল চোখ আমার বুকে শোকের অঝোর ঝর্ণাধারা বয় অবিরাম পাথর নুড়ির শোক। তোমার চোখে জোৎস্নাকুসুম-দোল পূর্ণিমা, ফাগুয়া মাতাল প্রেম পারিজাত বায়না, আমার চোখে বোবা আঁধার- তৃষিত তুষার ভাঙা ভাঙা ক্রুশবিদ্ধ টুকরো কাচের আয়না। শেকড় গেড়েছি জনারণ্যে, শ্মশানে, কবরে, রোপণ করেছি প্রেম পাথরে প্রেম বৃক্ষের চারা, কিছু কষ্টের সুখ, কিছু নষ্টের সুখ, দিয়েছে আমায়, কাজল চোখের সজল মেঘের ধারা। প্রেস রিলিজ- জনান্তিকে শিংগজায় যত গুজবের খসড়া মধ্যরাতে আহত প্রেমে নিহত হয়েছে যুবতী চাঁদ ঈশ্বর যদি হার্টফেল করে ব্রেক কষে দেয় লিফট- জানি হাই স্পিডে নন্দিত নরকের যাত্রায় পথে পথে পাতা ফাঁদ।