স্রোতের চোখে চোখ রেখে

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মিতা সালেহ উদদীন স্রোতের চোখে চোখ রেখে কামিনীর উচ্ছল ঢেউয়ে যে ভেসে যায় পেছনে হাতছানি দিয়ে তারে কি কেউ ডেকে পায়! পাখি যদি আহত দলছুট হয় অতিথি পথপানে চেয়ে চেয়ে কী লাভ হয়! বৃক্ষ যদি মূল কান্ড হারায় শাখা গজালে কি দুঃখ ভোলা যায়! মন যদি হয় খান খান টুকরোগুলো দিয়ে কি খাঁজ মেলানো যায়! যে যাবার সে চলে যাবে যে হারাবার সে হারাবে যে কাউকে ডোবাতে চায় সে নিজেই নিজেকে ডোবাবে। যে ওঠার সে উঠবে উদ্যম গতিতে উঠবে উলস্নাসিত হয়ে উঠবে জ্বলে উঠবে উজ্জ্বল আলোয় জনতার পিঠে হাত রেখে উঠবে শিল্পের স্বাদ নিয়ে উঠবে