কালিগঙ্গার ঢেউ

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রামপ্রসাদ সূত্রধর তুমি চলে যাচ্ছো.... চলে যাও চলে যাও... ইতিহাস বহু কথা বলে \হরোদের ঝিকিমিকি ছলছল জল ঔচ্ছাসে আপন ইচ্ছায় খেলে যাও... তুমি চলে যাচ্ছো... চলে যাও চলে যাও... কলকল ধ্বনিতে তরঙ্গ দিশেহারা উতালের বাতাস হয়েছে উদয়... \হস্রোতের বেগে গর্জন করে \হভেসে যায় মনপ্রাণ.... ভেসে যায়... তুমি চলে যাচ্ছো... চলে যাও চলে যাও... হৃদয়ে স্বপ্নগাথা অনুপ্রাণিত আকাঙ্ক্ষা শিউরে উঠেছে প্রাণ তোমার চলে যাওয়া দেখে তুমি চলে যাচ্ছো... চলে যাও চলে যাও... আবার কবে আসবে..তুমি...? \হসে দিন হয় তো আমি থাকব না \হদেখব না তোমার চলে যাওয়া একাধারে চেয়ে রইব না তুমি চলে যাচ্ছো... চলে যাও চলে যাও.. আমি গাইব না আর তোমার গান বলব না তোমার ইতিহাস আমি আসব না আর তোমার কাছে... আমি আসব না আসব না..... আসব না তুমি চলে যাচ্ছো... চলে যাও চলে যাও....