হলুদ হেমন্ত

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০

দুলাল সরকার
জলাশয়ে জল নামতে চায়না তবুও অনিচ্ছা সত্ত্বেও নামে----শুকায় সহজ জল পাথারের হলুদ হেমন্ত খুলে বৈধব্যের চুল এখন বিচরণ করে নৈমেষ অরণ্য যেন স্মৃতির বিধুর, কোন কালের ব্যসের ধ্যানস্থ মুখ দৃশ্যত বকের বিমর্ষতা নিয়ে হস্তিনাপুরের খা খা রূপ ছায়া রোদে ভোলে ভালোবাসা প্রিয় শাপলার সাথে খেলেছিল ঢেউ ঢেউ জলে নুপূর এখন হেমন্ত তাকে ডেকে নেয় উদাসীন একতারা বিজন দুপুর, হেমন্তের গ্রামীণ মানুষ এখন ভিন্ন সান্ত্বনা খোঁজে জলের পুকুর----- মায়াবী কুহক নাম্নী আলোর নরম থোকা সেতারের তারের মতোই বেজেছিল রাত্রির শিশিরে ভেজা খসে পড়া বোঁটার মৌসুম অন্তহীন নিষ্প্রভ আঙুল।