মুদ্রারাক্ষস

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০

শাহীন মাহমুদ
জলের জঙ্গলে ভেসে ওঠে বিরল আধুলি ঝিনুক জঠরে নির্জীব পড়ে থাকে শুদ্ধাচার মধ্যবিত্ত বদলে যায় চন্দ্রবিন্দু বড়শিতে খলখল হেসে ওঠে বাঁকা মেরুদন্ড। প্রেমিকার গালে চোট প্রেমিক ভাবেনি বাইটের পরিণাম জ্যাম চোখ মেলে তাকিয়ে থাকে তাকিয়ে থাকে ওসি তদন্ত ও ট্রাফিক পুলিশ ফের ফুলে ওঠে জঙ্গলজল কুকুরের ঘেউ ঘেউ জীবনের ট্রাফিক আমি মানিনা হলে হোক ছাইপাঁশ মুদ্রারাক্ষস হয়ে ভেসে যাক যা ভাসার আমি বলছি আমি বলব আমি লিখছি আমি লিখব। ..