সালাম সালেহ উদদীনের কবিতা

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০

জন্মেছি বলেই
নিষ্পাপ শিশু থেকে ক্রমেই পাপে লোভে ভরে গেল মন নীতিকথা হারিয়ে গেল নগর-ম্যানহোলে নাগরিক অনাচারে বন্ধ হয়ে গেল বিশুদ্ধ বায়ু সেবন শব্দের অহঙ্কার যেন রণ-ডঙ্কা উচ্চ দামে ভেজাল পণ্য কিনে ঋণের জাল বুনি অক্টোপাশের ঘরে পোশাকে ঠাট চলনে বলনে ঠাট আমি এক নিকৃষ্ট প্রতারক দুর্জন নিজের জীবন-রস গল্প হয়ে ঝরে পাহাড়ি ঝরনার মতো হৃদয় হ্রদে পুড়ে যায় বিরহ-বৃক্ষ কিছু আগুন নিভে যায় কিছু আগুন জ্বলতে থাকে লাভা মিশ্রিত আগ্নেয়গিরির মতো আকাশে আগুন-পাখি ডানা ঝাপটায় আগুন ছড়িয়ে পড়ে মনের জমিনে পুড়ে যায় বিরহ-বৃক্ষ পাষাণ-প্রণয় আগুন-ডানায় ভর করে কতদূর যাবে অন্ধ-প্রেমিক ভস্ম হয়েছে জল-স্রোত চোখ মুছে গেছে শীতল সরল স্পর্শ আগুন থাকলে ভালোবাসাও থাকবে ভালোবাসা এক উজ্জ্বল জ্যোতি অনুভবে অনুভবে পথ দেখায় সবকিছু পুড়ে নিশ্চিহ্ন হলেও ঘোলা জলে শিকার পথ টেনে নিয়ে যায় অচল বোবা পথে অন্ধকার অভিশাপ দেয় অন্ধত্ব নিয়ে রূপের সাগরে ভাসে স্বপ্নিল ফেনা ঢেউয়ের গর্জন শুনে বেড়ে ওঠে যে শিশু সে বোঝে না ঢেউ ভাঙার নগ্ন-খেলা ঘোলা জলে ছিপ ফেলি অন্ধ বিশ্বাসে চন্ডীদাস রজকিনির কাহিনি এখন মিথ তবুও মানুষ হৃদয় নিংড়াতে ভালোবাসে