সাময়িক পাহারাদার

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০

মো. দুলাল সরকার
বুক চাপড়ে মাটি থাপড়ে মায়ের আহাজারি চিৎকার, কান্নায় কষ্টের বন্যায় বাতাস হলো ভারি। পুত্র শোকে পাগলিনী মা করছে আত্মবিলাপ এমন সাজা কেন বিধি, কী ছিল আমার পাপ? কভু আবার যাচ্ছে মূর্ছা মানিক সোনা ডেকে কেমনে বলো জুড়াই বুক কবরে পুত্র রেখে। \হশোকে তাই পেলো লোপ জননীর সু-মতি আনছে অভিযোগ, পুত্র বিয়োগ নিজ রবের প্রতি। পড়শিরা এসে সান্ত্বনা দেয় মাথায় হাত রেখে \হহোসনা নিরাশ কভু তুই প্রভুর দয়া থেকে। আলস্নার মাল আলস্না নিছেন ইচ্ছে হয়েছে তার তুইতো ধনের নসরে মালিক সাময়িক পাহারাদার। \হতোর জিম্মায় ছিল সে ধন করতি বর্গা চাষ \হকেন ধনের মোহে পড়ে মিথ্যা মালিকানা চাস? সময় শেষে যার ধন সে ঠিকই নিয়ে যাবে দুই দিনের এই মায়ার সংসারে কেউ না বেঁচে রবে। কান্না ছেড়ে কর প্রার্থনা সেই মালিকের প্রতি পরপারে মানিক যেন তোর যত্নে থাকে অতি।