হেমন্ত জ্বর

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০

টিপু সুলতান
নোনা চোখে জ্যোৎস্না নদীর এক ক্ষয়িষ্ণু খোঁয়াড়- আহা দেখার মতো-বাঁকাপিঠের চুল কালো রাত জোনাকির পানা জ্বলছে লিকলিকে বনের গায়ে অদূরে তাকিয়ে থাকি-হেমন্ত জ্বরে পূর্ণিমার হিমেল ছায়া আর কার্তিকের কুয়াশা গাছউঁচু উঠানে কার ছায়া যেন অন্তিম ইশারায় ডাকছে তার জবানবন্দির পতন শব্দ, পিপীলিকার মতো হাঁটে-গোপনে