স্বপ্ন ছিল

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০

নাহিদ রোকসানা
ভাবনা যখন আসে স্মৃতিগুলো দোলায় চাদর আমার চারি পাশে। আমি তো ভাই আমিতে নেই কষ্ট তাপে সবার মাঝে আছি বেঁচে না বাঁচারই মতো। হাল ধরেছি পাল তুলেছি জগৎ সংসারে সাগর পাড়ি দিতে হবে জানা ছিল নায়ে। অথৈ জলে নৌকা চলে জল ছলাৎছল একটু বাতাসে দাপিয়ে তোলে সমুদ্রের ঐ অবাধ্য সব জল। জীবন সাগর পাড়ি দিয়ে থামতে হবে কোথায় গিয়ে- বলরে ও মন বল।