এক সমুদ্র সবুজ

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

জাকির আবু জাফর
চোখ থেকে ঘুমদাগ মুছে রোদ ঘাঁটে ঝাঁক ঝাঁক শালিক কৃষ্ণচূড়ার হৃদয় গলিয়ে ভোরের শিস বাজায় দোয়েলটি এই তো দিনের প্রথম আনন্দের প্রথম সকাল রাতের বোরকা খুলে নামে পৃথিবীর পাঠশালায় চারিদিকে খোলাচোখা নীলাম্বর নিঝুম যেন নীলজলে টইটই তোমার চোখদীঘি ঘাস থেকে শিশির কুড়িয়ে মুখ ধোয়ার কী যে সুবর্ণ সুযোগ হাওয়ার জলে মনটিও ধুয়ে রাখা যায় রোদরুমালে পোচ দিলেই শুকিয়ে ওঠে সহসা দীর্ঘমেয়াদি কিস্তিতে তাজা অক্সিজেন বিলায় বৃক্ষব্যাংক এক লোকমা বাতাস পুরে দেখি বুক আমার এক সমুদ্র আফ্রিকান সবুজ পাতা শরবত গিলে হৃদয়টি সারা বুকময় জমাট সুন্দরবন আমার দেহজুড়ে মৌমাছির চাকশিল্পের গুঞ্জনানন্দের মতো জমজমাট বাংলাদেশ হাতের রেখাগুলো নদীস্রোতের তুমুল ধারা চোখ দুটি শঙ্কাহীন পাখির বাসর আমার স্বরের অঙ্গনে গান করে বনের কোকিল মেঘের শহর মানেই আমার নিজস্ব মৌনতার আসর আমার অশ্রম্নর জলঘুড়ির বসতি তাকালেই দেখি মেঘপাহাড়ে ঝুলে আছে পৃথিবীর সাগরগুলো এভাবেই বুঝি এক ফোঁটা জলের শরীরে ডুবে থাকে গোটা এক সমুদ্রের মুখ দৃষ্টি একা করে যখন আকাশ তোলো চোখে আমি দূর গহনের সেই নিঃসঙ্গ ঈগল তিলক যাকে দেখে তুমি হও উদাস দুপুর।