একজন বাস্তুহারা মানুষের গল্প

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

শাহীন ভূঁঞা
মানুষটি সারাদিন বাস্তুহীন বসে আছে স্থিত, শোকার্ত দুচোখ তার দিগন্তের দিকে ক্রমাগত একটু আশ্রয় খোঁজে; মর্মান্তিক ভাগ্যবিড়ম্বিত হয়ে হাঁটে সারাদিন পথহারা পথিকের মতো। সাধু সুদখোর তবু তার কাছে ঘুরে ঘুরে আসে, শাইলকের মতো রূঢ় রক্তচক্ষু লোকটির বুকে বুনে দেয় তীক্ষ্ন তলোয়ার অনায়াসে, চেপে ধরে গলা তার-রক্তচোখে সবার সম্মুখে। এখন পায়ের নিচে শোকের গভীর জলাশয়, মাথার উপর জ্বলে লজ্জাকর ঋণের আগুন; অন্তহীন আর্তনাদ বুকের গভীরে জেগে রয়, বড়ই সংকটে পড়ে তাই বেছে নেয় আত্মখুন।