হাতে নিয়ে ফুলের প্রদীপ

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

আদ্যনাথ ঘোষ
এই অবারিত সুখের মাঠ ঢেলে দেয় উষ্ণ হাওয়া সবুজ গাছ, নদীর ছলাৎ ছলাৎ জল, হেমন্ত বাতাস সুখের মাঠ, চলে আসে জ্বলন্ত হৃদয়ে উষ্ণতা নিতে মাটির পরতে পরতে পাতে না কান, মাঠে নেই সোনালি ধান আচ্ছন্ন হয়ে আসে হিম রক্ত, দুঃখের নিঃশ্বাস। তবুও একটু ভালোবাসার জন্য ছায়ারোদে মানুষ কাঙাল বারবার ঘুরেফিরে রিক্ততার দহনে ফুলের প্রদীপ হাতে হাঁটু গেড়ে বসে থাকে মানুষের নিকট যদি পায় চোখের জলে হিমশীতল হাওয়া।