পণ্য করার সুসজ্জিত শপিংমল

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৯, ০০:০০

এনাম রাজু
অন্ধকারে ছিলাম... বস্তাবন্দি বিড়ালের মতো কে ফেলে দিল আলোর দেশে যেখানে গাছেদের মতো দাঁড়িয়ে সারি সারি উদ্যত দাঁত পরিত্যক্ত দেয়ালে আঁকা কিছু হিংস্র প্রাণ। খুব অস্বস্তি লাগে আমার- এই মানবশহরে থাকতে হবে ভেবেই মানুষ তো মিনিটে মিনিটে গিরগিটি-প্রজাপতি সাজে পশুনিধন করে তালিম নেয় পশুর কাছেই নগ্নতার কৌশল... এই মহাসড়ক থেকে পিছনে ফিরে যেতে চাই নইলে চাই মানুষের মাঝে মানুষের নতুনত্ব সেটা আচরণ কিবা ভাষায়ও হতে পারে। নতুবা এই পৃথিবীকে আখ্যা দেবো- মানুষ মানুষকে পণ্য করার সুসজ্জিত শপিংমল।